প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
সারাদিন ডেস্ক
দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দীর্ঘ চেষ্টার পর বৃহস্পতিবার সকালেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, “স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিগত সময়ে ঘটে যাওয়া কয়েক হাজার কোটি টাকার লুটপাট এবং দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। এ বিষয়ে বেশ কিছু প্রমাণও সংগ্রহ করা হয়েছিল। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত নই।”
তিনি আরও বলেন, “আমাদের কাজ ব্যাহত করতে যে বা যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
স্ট্যাটাসে তিনি জানান, “এই মুহূর্তে আমি নীলফামারিতে রয়েছি। যত দ্রুত সম্ভব ঢাকা ফিরছি।”
মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড শুরু হয়। রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে ১৯টি ইউনিট একযোগে কাজ করে সকাল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ড নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পানির লাইন সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কোনো ষড়যন্ত্র জড়িত কি না, তা নিয়ে তদন্ত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।