প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি:
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কার্যক্রমে কোনো ধরনের অনৈতিকতা বা ঘুষ গ্রহণের স্থান নেই। তিনি বলেছেন, ‘১০০ টাকাও যদি ঘুষ খায়, তাহলে আমি চেষ্টা করব চাকরি যেন না থাকে।’ তিনি এও জানিয়েছেন, সরকারের কোনো সদস্য বিদেশে হাজার কোটি টাকা পাচার করেনি এবং কোনো অসৎ ব্যক্তি তাদের কেবিনেটে নেই।
রোববার (২২ ডিসেম্বর) বিকালে নগরীর পতেঙ্গা বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৭তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের যেসব সমস্যা আছে সেগুলো দূর করার চেষ্টা করছি। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগে আগ্রহ বাড়ছে। এমনকি বিশ্বব্যাংক থেকে অনেক সংস্থা এখানে বিনিয়োগে আগ্রহী।
আগামী দুই বছরে বিএসসির বহরে আরও আটটি জাহাজ যুক্ত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজের বহর আরও বড় করার চেষ্টা চলছে। সরকার অনুমোদন দিলে আমরা চুক্তি সই করে ফেলব এবং দুই বছরের মধ্যে জাহাজ গুলো পাওয়া যাবে। এ ছাড়া শিপিং কর্পোরেশন নিজের অর্থায়নে দুইটি বাল্ক ক্যারিয়ার কিনবে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি যেখানে আমরা এক থেকে পাঁচ বছরের মধ্যে ব্যবহার হয়েছে এমন জাহাজ কিনব। এর মধ্যে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জাপানে দুইটি জাহাজের সন্ধান পেয়েছেন। আমি বা আমাদের প্রতিনিধি কেউ গিয়ে সব ঠিক পেলে আমরা অন দ্যা স্পট জাহাজ কিনে ফেলব। আশা করি জাপানি শিপ অবশ্যই ভালো হবে।
শেয়ার হোল্ডাররা আরও বেশি লভ্যাংশ পাবে বলে আশাবাদ ব্যক্ত করে এম সাখাওয়াত হোসেন বলেন, শেয়ারের বাজারে বর্তমান দুর্দিনে বাংলাদেশ শিপিং করপোরেশন শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আশা করছি, আগামী বছর এ লভ্যাংশ আরও বাড়বে।
বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, গত বছরে বিএসসির মোট আয় ছিল ৫৯৬.১৯ কোটি টাকা, যার মধ্যে ২৪৯.৬৯ কোটি টাকা নিট মুনাফা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ বাড়বে।
এছাড়া, বিএসসির শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।