প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে শুরু হয়েছে “হ্যাপি আওয়ার”। যেখানে ল্যাপটপ, স্মার্টওয়াচ, কিবোর্ড, মাউস, হেডফোনসহ বিভিন্ন প্রযুক্তি পণ্যে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়।
শনিবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ রাত ১০টা থেকে পছন্দের প্রযুক্তি পণ্যে আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করা যাবে। এছাড়া বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক (সর্বোচ্চ ১০০ টাকা) এবং নগদ পেমেন্টে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ রয়েছে।
এছাড়া , APPUSER প্রমোকোড ব্যবহার করে ঢাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি উপভোগ করার সুযোগও থাকছে।
উল্লেখ্য, স্টারটেক বাংলাদেশের একটি নেতৃস্থানীয় প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ এবং অন্যান্য গ্যাজেটের বিশাল পরিসর নিয়ে কাজ করছে। বর্তমানে ঢাকাসহ সারা দেশে ১৯টি আউটলেট এবং একটি শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহক ও কর্পোরেট মার্কেটে সেবা দিয়ে যাচ্ছে।