প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
জ্যেষ্ঠ প্রতিবেদক:
মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করতে ইউনিভার্সিটি অব স্কলার্স এবং উইভলভ একটি মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর করেছে।এর মাধ্যমে ইউনিভার্সিটি অব স্কলার্সের ছাত্র, শিক্ষক এবং স্টাফদের জন্য বিশেষ মেন্টাল হেলথ সেবা প্রদান করা হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ভাইস চেয়ারম্যান (বোর্ড অব ট্রাস্টি) মো. আরিফুল হক শুকনান, উইভলভ-এর চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, ইউনিভার্সিটি অব স্কলার্সের সিসিও এবং বোর্ড অব ট্রাস্টি সদস্য আব্দুল হাসিব সিদ্দিকী এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের অ্যাডভাইজার, স্টুডেন্ট ওয়েলফেয়ার এইচ এম আতিফ ওয়াফিক।
প্রসঙ্গত- মেন্টাল হেলথকেয়ার সেবা প্রদান এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে উইভলভ। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানায়, তাদের লক্ষ্য হলো মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করা এবং তাদের এ বিষয়ে সঠিক সেবা এবং সমর্থন প্রদান করা।
এছাড়া, উইভলভ মেন্টাল হেলথের বিভিন্ন দিক নিয়ে কাজ করে যেমন: মানসিক চাপ, উদ্বেগ, দুঃখ, একাকীত্ব, আতঙ্ক, হতাশা ইত্যাদি। প্রতিষ্ঠানটি ব্যক্তিগত পরামর্শ, কাউন্সেলিং, গ্রুপ সেশন, এবং অন্যান্য সেবা প্রদান করে থাকে, যাতে মানুষের মানসিক স্বাস্থ্য ভালো থাকে এবং তারা নিজেদের সমস্যাগুলোর সমাধান পায়।