প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
টঙ্গী সংবাদদাতা:
টঙ্গীতে তাবলীগ জামাতের যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত এবং অন্তত শতাধিক আহত হওয়ার খবর জানা গেছে।
নিহতরা হলেন—কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মো. আমিনুল ইসলাম বাচ্চু (৭০) ও বেলাল (৬০)। অপর নিহত একজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। নিহত আমিনুল ইসলামের মরদেহ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের এক সিনিয়র কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুজন হাসপাতালে এবং একজন ঢাকা নেওয়ার পথে মারা যান।
সংঘর্ষে আহত প্রায় ৩০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।