প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪
সারাদিন ডেস্ক
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১০৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৯ জনে, আর আক্রান্ত হয়েছেন মোট ৯৮ হাজার ৯৮৪ জন।
সোমবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৬৩ জন রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, ময়মনসিংহে সাতজন, চট্টগ্রামে ২৫ জন, খুলনায় ছয়জন, রাজশাহীতে দুইজন, বরিশালে দুইজন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।
মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৫৭২ জন। এর মধ্যে ঢাকায় ৬১৫ জন এবং ঢাকার বাইরে ৯৫৭ জন চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরের ডিসেম্বরের প্রথম ১৬ দিনে ডেঙ্গুতে ৭ হাজার ৫১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ৬১ জন মারা গেছেন।
এ বছরের অক্টোবর মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ওই মাসে ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হন এবং ১৩৫ জন মারা যান। তবে মৃত্যুর দিক থেকে সবচেয়ে ভয়াবহ ছিল নভেম্বর মাস, যখন ২৯ হাজার ৬৫২ জন রোগী ভর্তি হন এবং ১৭৩ জন প্রাণ হারান।
২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল। সে বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
২০১৯ সালেও ডেঙ্গুর প্রকোপ ছিল মারাত্মক। সে বছর ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হন এবং প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও ২০২১ এবং ২০২২ সালে আবার বেড়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, মশাবাহিত এই রোগ এখনও দেশের জন্য বড় ধরনের স্বাস্থ্য সংকট। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে থাকলেও সতর্ক থাকার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন তারা।