প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪
সারাদিন ডেস্ক
বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবিতে ভিকটিম পরিবারের সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই আন্দোলন শুরু হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহিন সরকার এ ঘোষণা দেন। তার এই আহ্বানে একাত্মতা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
ফেসবুক পোস্টে মাহিন সরকার অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের চার মাস পেরিয়ে গেলেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, “বিচার প্রক্রিয়ায় গড়িমসি ও কমিশন গঠন না করায় এই সরকার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি জনগণের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছুই নয়।”
তিনি আরও বলেন, “একাত্তরের মহান বিজয়কে ভারত নিজেদের জয় বলে প্রচার করছে, যা ইতিহাস বিকৃতির শামিল। এর বিপরীতে বাংলাদেশের সরকারের নির্লিপ্ততা এবং বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।”
তিনি তার পোস্টে বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাব। কোনও পরাশক্তি কিংবা অন্তর্বর্তী সরকার আমাকে এ অবস্থান থেকে সরাতে পারবে না।”
মাহিন সরকার ছাত্র-জনতাকে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে তার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, “১৭ ডিসেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে। সচেতন ছাত্র-জনতা ও ভিকটিম পরিবারগুলোকে নিয়ে আমরা আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব।”
এই কর্মসূচি নিয়ে ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে উত্তেজনা দেখা দিয়েছে। এটি আইন উপদেষ্টা কার্যালয়ের কার্যক্রমে কী প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা চলছে।