প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
দেশে ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিত করতে এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে তেল সরবরাহ করতে সরকার আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের ভোজ্যতেলের ওপর শুল্ক, কর ও ভ্যাট মওকুফ করেছে। এই সিদ্ধান্তের আওতায় পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন এবং পাম অয়েল অন্তর্ভুক্ত থাকবে।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, ভোজ্যতেলের আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, অগ্রিম আয়কর এবং স্থানীয় পর্যায়ে ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। আমদানি পর্যায়ে মূসক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
রমজান মাসে সরবরাহ স্বাভাবিক রাখা এবং আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি বিবেচনায় এনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এনবিআরের আশা, এই সুবিধার ফলে আমদানি ব্যয় লিটারপ্রতি ৪০-৫০ টাকা কমবে, যা দেশের বাজারে ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে সহায়তা করবে।