প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ড. মোখলেস উর রহমান বলেন, “মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের এই ভাতা প্রদান করা হবে।”
এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান উপদেষ্টা কার্যালয়ের মূখ্য সচিবকে প্রধান করা হয়েছে। এই কমিটি মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণে সুপারিশ দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতে ভাতার হার চূড়ান্ত করা হবে।
সচিব আরও জানান, “মহার্ঘ ভাতা প্রদানে কর্মচারীরা বেশি অগ্রাধিকার পাবেন, তবে কর্মকর্তাদেরও প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে।”