প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
সারাদিন ডেস্ক
গাজার উপর ইসরায়েলের ১৬ মাসের লাগাতার আগ্রাসনে প্রাণ হারানো ফিলিস্তিনিদের সংখ্যা ৪৫ হাজারের কাছাকাছি পৌঁছেছে। গাজা উপত্যকা এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী চারটি বিমান হামলা চালায়, যাতে অন্তত ৫৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১৭০ জন আহত হয়েছেন। এর ফলে চলমান সহিংসতায় নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৯৩০ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ছয় হাজার।
ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।
যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘের প্রস্তাব সত্ত্বেও, গাজায় ইসরায়েলের হামলা থামছে না। স্কুল, হাসপাতাল, মসজিদ, গির্জা ও শরণার্থী শিবিরসহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে। ২০ লাখের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত এবং গাজার ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েলি বাহিনীর এই অবরোধে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষুধা ও তৃষ্ণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের দুর্ভোগ আরও বাড়ানো হচ্ছে।