প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
সারাদিন ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে ফুলহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল শীর্ষে থাকা অলরেডরা। এর আগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল আর্নে স্লটের দল।
শনিবারের ম্যাচে ১৭ মিনিটেই বড় ধাক্কা খায় লিভারপুল। ফুলহ্যামের তারকা হ্যারি উইলসনকে ডি-বক্সের বাইরে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লিভারপুল ডিফেন্ডার এন্ড্রি রবার্টসন।
তখনই ১-০ গোলে এগিয়ে ছিল ফুলহ্যাম। ম্যাচের ১১ মিনিটে আদ্রিয়েস পেরেইরার গোলে লিড নেয় সফরকারীরা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। মোহাম্মদ সালাহর নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন কোডি গাকপো। তবে ৭৬ মিনিটে আবারও পিছিয়ে পড়ে লিভারপুল। ফুলহ্যামের হয়ে রবিনসনের ক্রস থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো মুনিজ গোল করেন।
দ্বিতীয়বার পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি লিভারপুল। ম্যাচের শেষ দিকে সমতায় ফেরে তারা। শেষ বাঁশি পর্যন্ত আর গোল না হওয়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় অলরেডদের।
টানা দুই ম্যাচে পয়েন্ট হারালেও লিভারপুল ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এখনো প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে তারা। অন্যদিকে, ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ফুলহ্যাম।
১০ জনের দল নিয়েও দুবার পিছিয়ে থেকে সমতায় ফেরার মানসিকতা দেখিয়েছে লিভারপুল। তবে শীর্ষে থাকার চাপ ধরে রাখতে আগামী ম্যাচগুলোতে দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা আনার প্রয়োজন রয়েছে।