প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
সাভার সংবাদদাতা:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করে সাজানো হয়েছে বাহারি রঙের ফুল আর বর্ণিল আলোকসজ্জায়। চারস্তরবিশিষ্ট কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
১০৮ একর জমিতে গড়ে ওঠা লাল-সবুজের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সাক্ষী এই স্মৃতিসৌধে এবারও লাখো মানুষের ঢল নামবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি রঙের কাজ এবং আলোকসজ্জা সম্পন্ন করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীরা গর্বিত মনে তাদের কাজ করছেন।
স্মৃতিসৌধের পরিচ্ছন্নতাকর্মী জমেলা বলেন, “যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভ ও কবর পরিষ্কারে কাজ করতে পেরে আমরা গর্বিত।”
ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন জানান, স্মৃতিসৌধের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সিসি ক্যামেরা, ওয়াচ-টাওয়ার এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, কূটনীতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। এরপর লাখো মানুষের ভালোবাসায় ভরে উঠবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
বীর শহীদদের স্মরণে জাতি সম্মিলিতভাবে শ্রদ্ধা নিবেদন করে এই দিনটি উদযাপন করবে। শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে জাতি প্রস্তুত।