প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত ৫৩ বছরে রাজনৈতিক দলগুলো সংস্কারে ব্যর্থ কেন, সেই প্রশ্নের জবাব তাদের দিতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ছাড়া যদি সংস্কার সম্ভব না হয়, তবে এতদিনেও তা বাস্তবায়িত হয়নি কেন?
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শব্দদূষণ নিয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে রিজওয়ানা হাসান জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন দ্রুতই গেজেট আকারে প্রকাশ করা হবে। এ বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, “রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছিল, তা দুদেশের স্বার্থেই মিটিয়ে নেওয়া হয়েছে। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে গিয়ে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনাগুলোকে অস্বীকার করা সম্ভব নয়।”