প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
সারাদিন ডেস্ক
ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে ই-সিগারেটকে নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্যে ই-সিগারেটসহ ইএনডিএস পণ্যের আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া উপস্থাপন করে। তবে খসড়াটি চূড়ান্ত অনুমোদনের আগে আরও পর্যালোচনা এবং পরবর্তী বৈঠকে পুনরায় উত্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা পরিষদ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ‘এশিয়া কাপ-২০২৪’-এ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট খেলোয়াড় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশংসা করে ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সরকারের এই পদক্ষেপ ই-সিগারেটের আমদানি বন্ধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।