প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আজিমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে তাকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গত ৮ নভেম্বর, এই মামলায় হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার অভিযোগে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।
এর আগে, ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর বিভিন্ন মামলায় তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।