প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে পারেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তার পদত্যাগের প্রক্রিয়া মূলত নতুন দায়িত্ব গ্রহণের অংশ। দুদক চেয়ারম্যান হিসেবে তার প্রজ্ঞাপন দ্রুতই প্রকাশিত হতে পারে। ড. মোমেন প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন প্রকাশ হলে তার নতুন দায়িত্ব পরিষ্কার হবে।
জানা গেছে, ড. মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ায় যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরু্ত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। কর্মকালীন জীবনে ড. মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।