প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
সারাদিন ডেস্ক
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার জমে থাকা বিভিন্ন সমস্যার সমাধানে উভয় দেশই কাজ করতে চায়।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠকের পর এ কথা জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, ভারতের পক্ষ থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশও সম্পর্ক উন্নত করতে চায়। বৈঠকে সার্কের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে এবং উভয় দেশ BIMSTEC-এর উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, “প্রোপাগান্ডা ও ভুল তথ্য নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এসব ঘটনা রাজনৈতিক এবং ব্যক্তিগত, কিন্তু সাম্প্রদায়িক নয়। বাংলাদেশের সরকারের অবস্থান স্পষ্ট, কোনো ঘটনাই উপেক্ষা করা হচ্ছে না।”
বাংলাদেশিদের ভিসা সহজীকরণসহ বিভিন্ন কনস্যুলার ইস্যুতে ভারতের পক্ষ থেকে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানান তিনি।
এ ছাড়া, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থান নিয়ে দেওয়া বিবৃতিগুলোর বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগও জানানো হয়েছে।