প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
সারাদিন ডেস্ক
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। এটি পররাষ্ট্রসচিব হিসেবে তার প্রথম ঢাকা সফর। সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।
সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে বিক্রম মিশ্রি। বৈঠকের আগে দুই পররাষ্ট্রসচিব একান্তে কিছু সময় আলোচনা করবেন।
এফওসিতে দুই দেশের রাজনৈতিক দূরত্ব কমানো, বাণিজ্য, কানেকটিভিটি, সীমান্ত হত্যা, পানি বণ্টন এবং ভিসা জটিলতা নিয়ে আলোচনা হবে। ঢাকার পক্ষ থেকে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধে ভারতের ভূমিকা, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচার এবং ভিসার প্রক্রিয়া সহজ করার বিষয়টি গুরুত্ব পাবে। অন্যদিকে, দিল্লি সম্পর্ক উন্নয়ন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দিতে পারে।
কূটনৈতিক মহলের মতে, আলোচনা থেকে প্রাপ্তি গুরুত্বপূর্ণ হলেও দুই দেশের মধ্যে এই বৈঠক হওয়াই বর্তমান পরিস্থিতিতে বড় একটি বার্তা বহন করে। এটি রাজনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এফওসি শেষে ভারতের পররাষ্ট্রসচিব পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সকল আনুষ্ঠানিকতা শেষে সোমবার রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।