প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪
সারাদিন ডেস্ক
বাংলাদেশ ও ভারতের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেই উত্তেজনার রেশ ধরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আজ রোববার (৮ ডিসেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯.১ ওভারে সংগ্রহ করে ১৯৮ রান। জবাবে ভারতের ইনিংস থেমে যায় মাত্র ১৩৯ রানে। ফলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।
১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে পড়ে ভারত। ইনিংসের চতুর্থ বলেই ফাহাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার আয়ুশ মহাত্র (১)। এরপর আইপিএলে নজর কাড়া বৈভব সূর্যবংশী ৭ বল খেলে করেন মাত্র ৯ রান।
ভারতের মিডল অর্ডারও ব্যর্থতার বৃত্তে আবদ্ধ ছিল। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন কার্তিকেয়া কেপি, তবে ইকবালের এক ওভারে দুই উইকেট হারিয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশ শিবিরে চলে যায়। শেষদিকে লেজের সারির ব্যাটাররা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেননি।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭ রানে প্রথম উইকেট হারায়। ওপেনার কালাম সিদ্দিকি করেন মাত্র ১ রান। অপর ওপেনার জাওয়াদ আকবরের ব্যাট থেকে আসে ২০ রান। অধিনায়ক আজিজুল হাকিমও দলের বিপদ সামাল দিতে পারেননি, ১৬ রানে বিদায় নেন।
চতুর্থ উইকেটে শিহাব জেমস ও রিজান হোসেন দলকে টেনে তুলতে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। জেমস ৪০ রান করে আউট হলেও রিজানের ৪৭ রানের দায়িত্বশীল ইনিংস দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। শেষদিকে ফরিদ হাসানের ৩৯ রানের কার্যকরী ইনিংস বাংলাদেশকে ১৯৮ রানে পৌঁছাতে সাহায্য করে।
ভারতের হয়ে যুধাজিৎ গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ নেন দুটি করে উইকেট।
টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য
এ জয়ে বাংলাদেশ যুব দল টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা জিতলো। এর আগে ২০২২ সালের সেমিফাইনালেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার এ অর্জন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের ধারাবাহিকতার একটি বড় উদাহরণ। এ জয়ে পুরো বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা উচ্ছ্বসিত, আর যুব দল সাফল্যের নতুন ইতিহাস লিখল।