প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “হিন্দু-মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেব।”
বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের আয়োজিত প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল-সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, “বাংলাদেশ সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মর্যাদা দেয়। কিন্তু ভারত যদি সম্প্রসারণবাদী চিন্তা করে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। বিজেপি বিদ্বেষের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায়।”
তিনি আরও অভিযোগ করেন, “বিজেপি সরকারের সমর্থনে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনার লুটপাটের টাকার ভাগ ভারতীয় নেতাদের মধ্যেও গেছে বলে মানুষ জানে।”
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের পতাকা নামানোর ঘটনা উল্লেখ করে রিজভী বলেন, “এটি করোনার চেয়েও বড় আঘাত। বাংলাদেশের মানুষ এ অন্যায়ের বিচার চায়।”
বিএনপির এই নেতা মমতা ব্যানার্জির সমালোচনা করে বলেন, “ধর্মনিরপেক্ষতার মুখোশে তিনি কট্টরপন্থি হিন্দুত্ববাদের সঙ্গে যুক্ত হয়েছেন।”
সমাবেশে রিজভী ভারতের সম্প্রসারণবাদী নীতির কড়া সমালোচনা করে প্রতিবেশীদের বিরুদ্ধে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।