প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
সারাদিন ডেস্ক
প্রবীণ সাংবাদিক মুন্নী সাহাকে রাজধানীর কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাতে তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয় বলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন নিশ্চিত করেছেন।
জানা যায়, কারওয়ান বাজারের ‘এক টাকার খবর’ অফিস থেকে বেরিয়ে সবজি কিনতে গেলে জনতার তোপের মুখে পড়েন মুন্নী সাহা। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকে হেফাজতে নেয়।
মুন্নী সাহা একজন পরিচিত টিভি সাংবাদিক ও টক শো সঞ্চালক। সাংবাদিকতা শুরু করেছিলেন আজকের কাগজ দিয়ে। এরপর ভোরের কাগজ, একুশে টেলিভিশন, এটিএন বাংলা এবং এটিএন নিউজে দীর্ঘদিন কাজ করেন। ২০২৩ সালে এটিএন নিউজ ছাড়ার পর তিনি ‘এক টাকার খবর’ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদারের ঘটনায় করা মামলায় মুন্নী সাহা অভিযুক্ত। মামলাটি নাঈমের বাবা যাত্রাবাড়ী থানায় দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রীসহ কয়েকজন রাজনীতিক, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সাত সাংবাদিককে আসামি করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সম্প্রতি মুন্নী সাহার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে। এতে তার আর্থিক লেনদেন ও অন্যান্য নথিপত্রের বিস্তারিত চাওয়া হয়েছে।