প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
সারাদিন ডেস্ক
টিসিবির ট্রাক থেকে ভোজ্যতেল, ডাল, চাল, ও আলু কিনতে রাজধানীর বিভিন্ন স্থানে শত শত মানুষ লাইনে দাঁড়াচ্ছেন। একসঙ্গে চারটি পণ্য কিনতে খরচ হচ্ছে ৫৯০ টাকা, যেখানে বাজারে এর মূল্য প্রায় ১ হাজার টাকা।
রাজধানীর আগারগাঁওয়ে লাইনে দাঁড়ানো একজন ব্যাংক কর্মকর্তা জানান, জীবনে প্রথমবার টিসিবির পণ্য কিনতে এসেছেন। অন্যদিকে, এক গৃহিণী ছেলেকে লাইনে দাঁড় করিয়ে নিজে দূরে অপেক্ষা করছেন।
টিসিবি সূত্রে জানা গেছে, প্রতিদিন ৫০টি স্থানে ট্রাক সেলে পণ্য বিক্রি করা হলেও চাহিদার তুলনায় পণ্য অপ্রতুল। ফলে অনেকেই খালি হাতে ফিরছেন।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সরকারের নেয়া পদক্ষেপগুলো ইতিবাচক হলেও চাহিদা মেটাতে তা যথেষ্ট নয়। দ্রব্যমূল্যের চাপ কমাতে আমদানি করে মজুদ বাড়ানোর পরামর্শ দেন তিনি।
মিরপুরের এক সবজি বিক্রেতা জানান, কারওয়ান বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মুনাফাখোরদের বিরুদ্ধে জরিমানা করলেও সমস্যার পুরো সমাধান হচ্ছে না বলে মত বিশ্লেষকদের।