প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪
সারাদিন ডেস্ক
বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রসঙ্গে ভারত সরকারের কড়া অবস্থান প্রকাশ পেয়েছে।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত। চিন্ময়ের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, “তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক হতে হবে।”
ইসকন প্রসঙ্গে রণধীর বলেন, “ইসকন বৈশ্বিকভাবে স্বীকৃত এবং তাদের সামাজিক অবদান সুপরিচিত। আমরা বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।”
উল্লেখ্য, জাতীয় পতাকার অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া চিন্ময়ের মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভে এক আইনজীবী নিহত হন। ইসকনের প্রধান শাখা চিন্ময়ের পাশে থাকলেও বাংলাদেশ শাখা তাকে বহিষ্কার করেছে।