প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে শীতের প্রকোপ বাড়ছে। শুক্রবার (২৯ নভেম্বর) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
শীতের কারণে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। হালকা কুয়াশার মধ্যে সূর্যের আলো থাকলেও শীতের তীব্রতা কমছে না। দরিদ্র মানুষ কাজের প্রয়োজনে শীত উপেক্ষা করলেও শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে।
পর্যটকরা তেঁতুলিয়ায় এসে শীত উপভোগের পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখছেন। স্থানীয় কৃষকরা ভোরবেলায় শাকসবজি তুলতে গিয়ে তীব্র শীতের কারণে ভোগান্তি পোহাচ্ছেন।
পঞ্চগড় আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা রাসেল শাহ জানিয়েছেন, তাপমাত্রা আরও কমতে পারে। গতকাল ১২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আজ তা আরও নিচে নেমেছে।
শীতজনিত রোগের প্রকোপও বাড়ছে। হাসপাতালগুলোতে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভিড় দেখা যাচ্ছে।