প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪
সারাদিন ডেস্ক
ন্যাশনাল ব্যাংকের লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের মধ্যে গুলশানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় লাখ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, যদি তারা ব্যাংকের অর্থ ফেরত না দেয়, তবে এসব সম্পদ বিক্রি করে অর্থ আদায় করা হবে।
আজ (২৮ নভেম্বর) ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, এবং অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের ব্যাংকিং খাত ও অর্থনীতি বর্তমানে মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ন্যাশনাল ব্যাংকেও কিছু সমস্যা দেখা দিয়েছে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ব্যাংকটি ইতোমধ্যে প্রায় ৯০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে এবং আরও ৪০০ কোটি টাকার আদায়ের প্রক্রিয়া চলছে।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, “আমরা যারা ব্যাংকের টাকা লুট করেছে তাদের চিহ্নিত করেছি এবং তাদের মধ্যে অনেকের গুলশানে হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। যদি তারা অর্থ ফেরত না দেয়, তবে তাদের সম্পদ বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত আনা হবে।” তিনি জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ও বিশ্ব ব্যাংকের সহযোগিতা নেওয়া হচ্ছে এবং আগামী তিন মাসের মধ্যে সংকট কাটানোর আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত- ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংক নতুন পর্ষদ গঠন করে ন্যাশনাল ব্যাংককে এস আলমের হাত থেকে মুক্ত করে।