প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪
সারাদিন ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বুধবার (২৭ নভেম্বর) ঘোষণা করেছেন যে, এখন থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে কোনো অটোরিকশা চলবে না।
ডিএমপি হেডকোয়ার্টার্সে এক বৈঠকে, যেখানে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক এবং রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তিনি এই নির্দেশনা দেন।
কমিশনার বলেন, প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধ হলেও, শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে এসব যান চলাচল অব্যাহত থাকবে। তিনি নতুন কোনো অটোরিকশা রাজধানীর রাস্তায় নামানো যাবে না, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
রিকশা-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম জানান, যেসব প্রধান সড়কে বাস চলাচল করে, সেখানে ব্যাটারিচালিত রিকশা চলাচল না করার বিষয়ে পুলিশ ও শ্রমিক ইউনিয়নের মধ্যে একমত হতে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকার বাইরের কোনো রিকশা যেন রাজধানীতে না ঢুকে, সেবিষয়ে সকলেই একমত।
বৈঠকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং রিকশাচালক ও মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আন্দোলন করেছিল রিকশাচালকরা, কিন্তু গত ২৫ নভেম্বর চেম্বার আদালত এক মাসের জন্য স্থগিতাদেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়।