প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
সারাদিন ডেস্ক
প্রবাসী গীতিকার সোহেল খানের কথা ও সুরে নতুন একটি গান প্রকাশ পেতে যাচ্ছে। ‘অভিমানী বউটা আমার’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন সামস। গানের সংগীতপরিচালক রোহান রাজ। এমনটাই জানালেন সোহেল খান।
তিনি বলেন, বিভিন্ন কথার গানই তো লিখেছি। এবার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে গানটি লিখে খুবই ভালো লাগেছে। আশা করি, সবার ভালো লাগবে।
সোহেল খান আরও বলেন, আমার কথা ও সুরে আরও বেশি কিছু গানের কাজ চলমান রয়েছে। কিছুদিনের মধ্যে গানগুলো পর্যায়ক্রমে রিলিজ হবে।
আগামী ২৮ নভেম্বর এসএলকে মিউজিকের ইউটিউবের চ্যানেলথেকে গানটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।