প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জের রংধনু আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
রোববার (২৪ নভেম্বর) রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারী হোটেলে রাত্রিযাপন করতে ওঠেন। হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম জানান, সোমবার সকাল ৯টায় রুম পরিষ্কার করতে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এরপর মালিকপক্ষকে অবহিত করা হলে দুপুর সাড়ে ১২টায় দরজা খুলে নারীর মরদেহ পাওয়া যায়।
হোটেল রেজিস্টারে স্বামী হিসেবে রুবেল হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে তার পরিচয় বা স্ত্রী সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। রুবেল মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সিসি ফুটেজ পর্যালোচনা করে রুবেল হোসেনের সন্ধান চালানো হচ্ছে।