প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
শাহজালাল রোহান
আগামী ২০২৫-২০২৬ মেয়াদকালের জন্য এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। দীর্ঘদিন ধরে ইলেকট্রনিকস ও আইটি ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই সমিতির নির্বাচন প্রতি বছরই ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। এ বছর নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।
এরই মধ্যে প্রার্থী হিসেবে উঠে এসেছে মাল্টিমিডিয়া কিংডমের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী জিন্নাহ জুয়েলের নাম। এলিফ্যান্ট রোডে দেড় দশকেরও বেশি সময় ধরে আইটি পণ্যের ব্যবসার সঙ্গে জড়িত জিন্নাহ জুয়েল, তার মেধা ও কর্মনিষ্ঠার কারণে ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।
ব্যবসায়ীরা তাকে একজন উদ্ভাবনী, পরিশ্রমী এবং ক্রেতাদের কাছে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে দেখেন। বাজারে নিত্যনতুন পণ্যের পরিচিতি ঘটানো এবং সঠিকভাবে তা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য।
মাল্টিপ্ল্যান সেন্টারের একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মোহাম্মদ আলী জিন্নাহ জুয়েল ভাই আমাদের আইটি ইন্ডাস্ট্রির জন্য একজন গুরুত্বপূর্ণ মানুষ। তিনি ক্রেতাদের সেবায় সদা নিবেদিত এবং ব্যবসা প্রসারে সবসময় উদ্যমী। তার নেতৃত্ব ব্যবসায়ীদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।”
এছাড়া, জিন্নাহের ব্যাপারে আরও বলা হয়, ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও তিনি সবসময় সহযোগিতাপ্রবণ এবং হাসিখুশি। আইটি খাতের উন্নয়নে তার দৃঢ় অঙ্গীকার এবং উদ্ভাবনী মনোভাব ব্যবসায়ীদের মধ্যে তাকে জনপ্রিয় করে তুলেছে।
ব্যবসায়ী মহল মনে করছেন, তার মতো একজন পরিশ্রমী ও দক্ষ নেতার উপস্থিতি এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। আসন্ন ইসিএস নির্বাচনে মোহাম্মদ আলী জিন্নাহ জুয়েল প্রার্থী হলে, তা ব্যবসায়ী সমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।