প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪
সারাদিন ডেস্ক
দেশের জনগণকে দুর্ভোগে রেখে উপদেষ্টাদের অবহেলা ও যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন-বিদেশে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উসকানি দিচ্ছেন। ক্ষমতা ধরে রাখতে গত ১৫ বছর ধরে পুলিশি নির্যাতন ও হত্যা চালানো হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ। উপদেষ্টাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই, তারা কেবল চাকরিজীবীর মতো আচরণ করছেন।
রিজভী অভিযোগ করেন, কারাগারে থেকেও সালমান এফ রহমান তৎপরতা চালাচ্ছেন, যা অগ্রহণযোগ্য।
ছাত্রদলের নেতাকর্মীদের বঞ্চিত করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আন্দোলনের পরিচয়ে কিছু লোক সব পদ দখল করছে।
হতাহত আন্দোলনকারীদের জন্য মাসিক ভাতা ও ভরণপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও দাবি করেন তিনি।