প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
গ্রাহকদের উন্নত প্রযুক্তি পণ্য এবং সেবা প্রদান করে জনপ্রিয় হওয়া স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানি ময়মনসিংহে তাদের নতুন শাখা উদ্ধোধন করেছে। প্রতিষ্ঠানটি মূলত ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার এক্সেসরিজ, প্রিন্টার, মনিটর, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইসসহ প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন অথরাইজড পণ্য বিক্রির জন্য বেশ সু-পরিচিত।
জানা যায়-স্টারটেক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শাখা খুলেছে এবং বর্তমানে অনলাইন মাধ্যমে পণ্য কেনার সুবিধাও প্রদান করছে। তাদের পণ্য বাছাই এবং কেনার জন্য গ্রাহকরা তাদের শাখাগুলিতে বা ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাদের নতুন শাখ হলো-ময়মনসিংহে।
প্রতিষ্ঠানটি জানায়-তাদের নতুন এই শাখার ঠিকানা: ৯৯/এ, পারভেজ টাওয়ার, শারদা ঘোষ রোড (মহিলা ডিগ্রি কলেজের বিপরীতে), ময়মনসিংহ। এই শাখার ব্রাঞ্চ ইনচার্জ: 01709995409, ডেস্কটপ: 01332522118, ল্যাপটপ: 01713651582।
প্রসঙ্গত-স্টারটেক তাদের পণ্য সরবরাহ করছে অনলাইন এবং অফলাইন উভয় শাখার মাধ্যমে। প্রতিষ্ঠানটি বিভিন্ন শহরে শাখা খোলার মাধ্যমে তাদের গ্রাহকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।