প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাহারুল আলম।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর মধ্য দিয়ে পুলিশের শীর্ষ নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। এর আগে গতকাল বুধবার সরকার পুলিশের আইজিপি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদে পরিবর্তন আনে। নতুন ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারি করা পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাহারুল আলম ও শেখ মো. সাজ্জাত আলী।
বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতেও কাজ করেছেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত হওয়ার পর ২০২০ সালে অবসর গ্রহণ করেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গতকাল নতুন নেতৃত্বে পরিবর্তন আনায় এই পদক্ষেপ নেয়।