প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
সাভার সংবাদদাতা:
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় স্ত্রীর মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদুল ইসলাম (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদুল ইসলাম সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর মরদেহ নিয়ে মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে ফিরছিলেন। তার সঙ্গে অ্যাম্বুলেন্সে ছিলেন হেনা খাতুন ও রাইসুল ইসলাম।
দুপুর সোয়া ১২টার দিকে অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে চালক নিয়ন্ত্রণ হারালে এটি সড়কের ঢাকামুখী লেনে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান ফরিদুল।
আহতদের মধ্যে হেনা খাতুন ও রাইসুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদুলের স্ত্রী সুলতানার মরদেহ বাবার বাড়ি মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে দাফনের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।