প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আশ্বাস দিয়েছেন যে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাটির দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, “তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকা উচিত। তাদের সঙ্গে অবশ্যই কথা বলবে সরকার। সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গেও এ ধরনের আলোচনা চলছে।”
সোমবার (১৮ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, কমিশন প্রধানকে সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানতে হলে কমিশনেই প্রশ্ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
কমিশনের সদস্যদের অভিজ্ঞতার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সদস্যদের ব্যাপক অভিজ্ঞতা ও সলিড ব্যাকগ্রাউন্ড রয়েছে। তারা কাঠামোগত সংস্কারের জন্য একটি কার্যকর প্রতিবেদন তৈরি করতে সক্ষম হবেন।”
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি জানান, সবার সঙ্গে কথা বলে ১৮ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তিনি আরও জানান, গত মাসে রপ্তানিতে প্রায় ২১ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।
আল জাজিরার একটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচন কবে হবে তা নিয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে যথেষ্ট স্পষ্ট করেছেন। এটি নিয়ে নতুন কিছু বলার প্রয়োজন নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ।