প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪
বিনোদন ডেস্ক:
বাংলাদেশি মডেল সিফাত নুসরাত আন্তর্জাতিক মডেলিংয়ে নিজের জায়গা করে নিয়েছেন। ব্রাইডাল মডেল হিসেবে দেশের জনপ্রিয়তার পাশাপাশি এবার তার ব্যস্ততা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। প্রোডাক্ট মডেলিংসহ বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ পাওয়ার বিষয়ে সিফাত জানান, “বাংলাদেশে টানা তিন বছর ব্রাইডাল মডেল হিসেবে কাজ করেছি। দেশের বিভিন্ন ব্রাইডাল ওয়ার্কশপে কাজ করার সুবাদে অনেকের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। ফরিদপুরের একটি ওয়ার্কশপে মেকআপ আর্টিস্ট আকলিমা বেগমের সঙ্গে কাজ করার সময় কারমা ইন্টারন্যাশনালের কর্ণধার অঞ্জনা রয়ের নজরে আসি। সেখান থেকেই তিনি আমাকে কলকাতার ওয়ার্কশপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।”
কলকাতার কারমা ইন্টারন্যাশনালের ওয়ার্কশপে অংশগ্রহণের সময় থেকেই তার আন্তর্জাতিক যাত্রা শুরু। সিফাত বলেন, “সেখানে আফলাইজা ও রিকোডসহ বিভিন্ন ব্র্যান্ডের মালিকরা উপস্থিত ছিলেন। অঞ্জনা রয় তাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন। প্রথমে আফলাইজা ও রিকোডের সঙ্গে কাজ শুরু করি। কাজগুলো সফলভাবে শেষ হওয়ার পর ফরএভার ফিফটি টু ব্র্যান্ড আমাকে তাদের মডেল হিসেবে যুক্ত করে। এরপর থেকে কলকাতায় তাদের সঙ্গে নিয়মিত কাজ করছি।”
জাতীয় ও আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে পেশাদারিত্ব ও শিল্পীর প্রতি সম্মান ভিন্ন স্তরের। একজন বাংলাদেশি মডেল হিসেবে তারা কখনো আমাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করেনি। এটাই কাজের প্রতি আমার আগ্রহ আরও বাড়িয়েছে।”
কারমার সঙ্গে চুক্তির বিষয়ে তিনি জানান, “তিনটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজের সফলতার পর কারমা আমার সঙ্গে তিন বছরের চুক্তি করেছে। তারা আমার কাজ ও ক্যারিয়ার নিয়ে সিরিয়াসনেস পর্যবেক্ষণ করেছে। কারমা সহজে কাউকে চুক্তি দেয় না। এই চুক্তি আমার জন্য অনেক বড় একটি মাইলফলক।”