প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪
সারাদিন ডেস্ক
দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয় নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান। তিনি বলেন, ১৯ জুলাই একটি হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।