প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবী থানার বাইগারটেক এলাকায় দুই সন্তানকে গলাকেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. আহাদ (৪০) নামে এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার (১৬ নভেম্বর) পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল এই তথ্য জানান। তিনি বলেন, সকাল ১১টার দিকে পল্লবী থানায় খবর আসে যে, এক ব্যক্তি তার দুই সন্তানকে গলাকেটে হত্যা করে নিজের গলায় ছুরি চালিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহাদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে নিহত দুই শিশুর নাম জানা যায়নি। তবে তাদের একজনের বয়স ৭ বছর এবং অন্যটির ৩ বছর।
এসআই মাজেদুল আরও জানান, ধারণা করা হচ্ছে, আহাদ তার দুই ছেলেকে ধারালো ছুরি দিয়ে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার সময় আহাদের স্ত্রী বাসায় না থাকায় তিনি এ ঘটনার শিকার হন। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে-বলেও জানান তিনি।