প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪
সারাদিন ডেস্ক
রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতি শেষে অপহৃত ছয় মাসের শিশুকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে র্যাবের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১২টায় সংবাদ ব্রিফিং করবেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
শুক্রবার দুপুরে আজিমপুরের লালবাগ টাওয়ার সংলগ্ন একটি বাসায় ডাকাতি হয়। দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার ও টাকা লুটের পাশাপাশি ছয় মাস বয়সী শিশুটিকেও অপহরণ করে নিয়ে যায়।
জানা গেছে, শিশুটির মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মচারী। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে বসবাস করতেন।
লালবাগ থানার ওসি কাশৈনু জানান, বৃহস্পতিবার এক নারী সাবলেট হিসেবে ওই বাসায় উঠেছিলেন। কোনো পরিচয়পত্র ছাড়া তাকে বাসায় তোলা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই নারী ডাকাতির ঘটনায় প্রধান সন্দেহভাজন। তিনি দরজা খুলে অন্য দুর্বৃত্তদের বাসায় ঢুকতে সহায়তা করেন। পরে তারা গৃহকর্ত্রীকে বেঁধে সবকিছু লুট করে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
শিশুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
অপহৃত শিশুটির ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। শিশুটির মায়ের এক সহকর্মী পোস্টে লিখেছেন, “আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে ডাকাতি হয়েছে। ডাকাতরা স্বর্ণালঙ্কার ও একমাত্র সন্তান নিয়ে পালিয়েছে।”
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে নামে। শিশুটি উদ্ধার এবং এক অভিযুক্তের গ্রেপ্তার ঘটনায় স্বস্তি ফিরে এসেছে। পুলিশ ও র্যাবের যৌথ অভিযান চলছে, এবং অন্য জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।