প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
জ্যেষ্ঠ প্রতিবেদক:
আজারবাইজানের রাজধানীতে বাকুতে অনুষ্ঠিত কপ২৯ সম্মেলনে দেশের জলবায়ু সংকট এবং দাবির বিষয়গুলো জোরালোভাবে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার আজারবাইজানের রাজধানীতে সম্মেলনে নেতৃত্ব দিতে পৌঁছে তিনি এ আহ্বান জানান।
বাকুর একটি হোটেলে আয়োজিত সমন্বয় সভায় অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে কপ২৯-এর চূড়ান্ত ঘোষণায় বাংলাদেশের জলবায়ু উদ্বেগ ও দাবি অন্তর্ভুক্ত করা।” সভায় পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান ও প্রস্তুতির কথা জানান। তিনি জানান, জলবায়ু অর্থায়ন, ক্ষতি ও প্রশমনসহ বিভিন্ন ইস্যুতে নয়টি দল গঠন করেছে বাংলাদেশ।
এবারের কপ সম্মেলনে বাংলাদেশের প্রায় ২৯টি এনজিও এবং সুশীল সমাজের সংগঠন অংশ নিচ্ছে। পরিবেশ সচিব জানান, গ্লোবাল নর্থের দেশগুলোর প্রতিশ্রুতির বিপরীতে বাংলাদেশ এ পর্যন্ত ৩৪৪ মিলিয়ন ডলার অনুদান ও ২৫০ মিলিয়ন ডলার ঋণ পেয়েছে।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) কপ২৯-এর মূল সম্মেলনে অধ্যাপক ইউনূসের যোগদানের পাশাপাশি তিনি অন্তত তিনটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।