প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সহকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘মানবন্ধন কর্মসূচী ও স্মারকলিপি’ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এ স্মারকলিপি গ্রহণ করেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে কলেজ মোড়ে ভুরুঙ্গামারী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে বৈষম্য নিরসনে একদফা একদাবীর এ মানববন্ধন কর্মসূচীতে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা আলাউদ্দিন সরকার, সোহেল রানা, রোকন-উদ-দ্দৌলা রাসেল, সজীবুর রহমান, আজাদুল ইসলাম, দুলাল হোসেন, শাহিনুর আলম, ময়েন উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক নেতা শামিম সিদ্দিকী, মমতাজ মন্ডল, মেহেনাস সুলতানা, জান্নাতুল ফেরদৌস জেরিন, সহকারী শিক্ষক শিরিন আক্তার হাসি, রোকনুদৌলা রোকন, হামিদুল ইসলাম।