প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪
সারাদিন ডেস্ক
বাংলাদেশের সঙ্গে ভারতের ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, জয়শঙ্কর দাবি করেন ভারত কোনো প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় না। তিনি তিনি বলেন, ‘সম্পর্ক নিয়ে আগাম কোনো ধারণায় উপনীত না হতে আমি সবাইকে অনুরোধ করব। বিষয়টা এমন নয় যে ভারত তার সব প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। এভাবে চলেও না, এমনটা হয়ও না। এটা শুধু আমাদের নয়, সবার জন্য সমান সত্য।’
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ও শ্রীলংকাকে শর্তহীন সাহায্য করেছে ভারত। ঋণও দিয়েছে, কিন্তু দেশ দুটির নতুন সরকার দেখে মনে হচ্ছে ভারতবিরোধী। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দিনের শেষে প্রতিটি প্রতিবেশীই তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় চলবে। আমরা তাদের বলব না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক। তেমন বলা আমাদের ইচ্ছাও নয়। আজকের দুনিয়ায় এটাই সত্য। প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে। অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয়। সেইভাবে এগোতে হয়।’
ভারতীয় উপমহাদেশে কয়েক বছর পর পর নতুন করে কিছু না কিছু ঘটে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘কয়েক বছর অন্তর আমাদের এই অঞ্চলে কিছু না কিছু ঘটে থাকে। তখন মনে হয় যা–ই ঘটছে, তা অলঙ্ঘনীয়। অথচ দেখা যায়, পরিবর্তন এল। শোধরানোর পালা শুরু হলো। নতুন কিছু ঘটল। এই আলোতেই আমি বর্তমান ঘটনাবলি দেখি। আমি দৃঢ় নিশ্চিত, দুই ক্ষেত্রেই (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) আমাদের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে যাবে।’