প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪
সারাদিন ডেস্ক
গেল আগস্টে মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’। এবার সিনেমাটি বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলী ২’-এর রেকর্ডও ভাঙল। মুক্তির তৃতীয় সপ্তাহে এসে আয়ের হিসাবে এটি সাত বছরের রেকর্ড ভেঙেছে, পেছনে ফেলেছে ‘বাহুবলী ২’ সিনেমাকে।
হরর কমেডি ‘স্ত্রী ২’ প্রতিদিন তৈরি করছে একের পর এক রেকর্ড,এই সিনেমার মুকুটে যোগ হচ্ছে নতুন নতুন পালক৷ মাত্র ১৮ দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে প্রবেশ করেছে ৪৮০ কোটির ক্লাবে। হরর সিনেমা হিসেবে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় এটি।
অমর কৌশিকের সিনেমাটি এবার ভাঙল এস এস রাজামৌলির বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলী ২’-এর রেকর্ডও। শুধু তাই নয় সবচেয়ে দ্রুততম বক্স অফিস কালেকশনের দিক থেকে পেছনে ফেলেছে জওয়ান,পাঠান,গদর ২, অ্যানিমেলের মত সিনেমাকেও।
ভারতের সিনেমা–বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের তথ্যমতে,‘স্ত্রী ২ সিনেমাটি তৃতীয় সপ্তাহে আয় করেছে ৪৮ কোটি ৭৫ লাখ রুপি। এর আগে ‘বাহুবলী ২’ তৃতীয় সপ্তাহে আয় করেছিল ২২ কোটি ১০ লাখ রুপি। এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিস থেকে ৫০২ কোটি ৩৫ লাখ রুপি আয় করেছে ‘স্ত্রী ২।
এর আগে প্রথম সপ্তাহে আয়ের নিরিখে সেরা পাঁচ হিন্দি সিনেমার তালিকায় ‘স্ত্রী ২’-এর নাম উঠে আসে। প্রথম নারীপ্রধান সিনেমা হিসেবেও সেরা পাঁচের মধ্যে স্থান পায় সিনেমাটি। শ্রদ্ধার এই সিনেমার আগে আছে ‘জওয়ান’, ‘পাঠান’ ও ‘অ্যানিমেল’।
‘স্ত্রী ২’-এর অবস্থান এখন চতুর্থ। এতদিন এই স্থান দখল করে ছিল সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদার ২’। ‘স্ত্রী ২’ মুক্তির প্রথম দিন থেকেই ভালো ব্যবসা করেছে। ১৫ আগস্ট মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করে ৫১ কোটি ৮০ লাখ রুপি।
‘স্ত্রী ২’ সিনেমার পরিচালনা, হাস্যরস, গল্প, সংগীত, সংলাপ, ভিএফএক্স সবকিছুই দুর্দান্ত। তার ওপর রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুরন্ত অভিনয়ে মুগ্ধ সবাই। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।
এর আগে ২০১৮ সালে মুক্তি পায় হরর-কমেডি সিনেমা ‘স্ত্রী।’প্রথম দিনে সেই সিনেমাটি ৬.৮২ কোটি রুপি আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ৬০.৩৯ কোটিতে। ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি। এরপর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন দর্শক।