প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. হারুন-উর রশীদ আসকারী পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) তিনি পদত্যাগ করেন। অধ্যাপক হারুন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপ-পরিচালক নার্গিস সানজিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগের বিষয়ে মো. হারুন-উর-রশীদ আসকারী বলেন, পদত্যাগপত্রটি যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার হয়ত পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়।
উল্লেখ্য, মো. হারুন-উর-রশীদ আসকারী চলতি বছরের গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। বাংলা একাডেমিতে তিনি কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হন।