প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪
সারাদিন ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনের মাঝে সহিংসতার নেতিবাচক প্রভাব পড়েছিল বাজারে। সবজির দাম হয়ে উঠেছিল আকাশচুম্বী। তবে এখন কিছুটা স্বত্বি আছে। কিন্তু ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বাজারে অন্যান্য পণ্যের গতি-প্রকৃতি স্বাভাবিক না হলেও সপ্তাহের ব্যবধানে মাছ ও ডিমের দাম আগের অবস্থায় ফিরেছে।
ব্যবসায়ীরা বলছে-শিক্ষার্থীদের আন্দোলন কিছুটা স্বাভাবিক হয়ে এলেও পাড়া-মহল্লা, হাট-বাজারে আগের থমথমে পরিস্থিতির রেশ আছে। বাজারে মানুষ কম আসছে। তাতে বিক্রি কমেছে। পণ্যের সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে।
শুক্রবার (২ আগস্ট) সকালে রাজধানীর রামপুরা, বনশ্রী ও কয়েকজটি বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি ২০-৪০ টাকা পর্যন্ত দাম কমেছে অনেক সবজির। দুই সপ্তাহ আগে আকস্মিকভাবে বেড়ে যায় কাঁচামরিচের দাম। এখন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। শুধু কাঁচামরিচ নয়, দাম কমেছে অন্যান্য সবজিরও। এদিন বরবটি বিক্রি হতে দেখা গেছে ৮০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা। শসা ৭০-৮০ টাকা কেজি। কাকরোল ৮০-১০০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। গাজর ১৬০-১৮০ টাকা, করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
ঝিঙা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে। একই দামে বিক্রি হচ্ছে দুন্দল, চিচিঙ্গা, পটল, ঢেঁড়শ। পেঁপে বিক্রি হতে দেখা গেছে ৬০ টাকা কেজি দরে।
এছাড়া কাঁচা কলার হালি ৪০ টাকা, লাউ ৮০-১০০ টাকা পিস, লেবুর হালি ২০ টাকা, কচুর মুখি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে বাজারের এক বিক্রেতা বলছিলেন- গত মাসে আন্দোলনের কয়েক দিন বাজারে সরবরাহ কম থাকায় সব ধরনের সবজির দাম অনেক বেশি ছিল। এখন বাজারে সবজি আসতে শুরু করায় দাম কমে অর্ধেকে নেমেছে। তবে, বিক্রি কম হচ্ছে। আগের মতো জমজমাট এখনও হয়নি।