প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৪
সারাদিন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে সৃষ্টি হওয়া দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রেকর্ড বলছে পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত এটি অন্যতম বৃহৎ দাবানল। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল শনিবার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে জ্বলছে ঘরবাড়ি, জমিজমাসহ সবকিছু। এক ব্যক্তির ছোট ভুলের কারণে দাবানলের সূত্রপাত হয়েছে। যা এখন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। ক্যালিফোর্নিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চিকোর সংকীর্ণ একটি নালায় এক ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ওই গাড়ির আগুন থেকে দাবানলের সূত্রপাত হয়। যা এখন একটি বড় বিপর্যয়ে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবারও (২৭ জুলাই) আগুন অস্বাভাবিক রকমভাবে ছড়াচ্ছিল। দাবানল নিয়ন্ত্রণে আনার দায়িত্বে থাকা কর্মকর্তা বিলি সি বলেছেন, আগুন প্রতি ঘণ্টায় ৪ থেকে ৫ হাজার হেক্টর জায়গা গ্রাস করছে। এটি একটুও নিয়ন্ত্রণ করা যায়নি। দাবানলটি এই গতিতে আরও ছড়াতে থাকবে বলেও জানিয়েছেন তিনি।
ক্যাল ফায়ার জানিয়েছে, অগ্নিনির্বাপণ কর্মীদের চরম পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। সংস্থাটি জানায়, এক ডজনেরও বেশি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি উড়োজাহাজসহ প্রায় আড়াই হাজার কর্মীর প্রচেষ্টার পরেও আপাতত দাবানলের নিয়ন্ত্রণ ‘শূন্য শতাংশের’ কোঠায়।
ক্যাল ফায়ার শনিবার জানায়, খাড়া পাহাড়ি এলাকা এবং বাতাসের কারণে বেশ তীব্রতা নিয়ে দাবানল ছড়িয়ে পড়েছে। পাহাড়ের ঢাল এবং অনুকূল বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ছে।
বুটে কাউন্টির চিকো শহরের কাছে গত বুধবার এই আগুনের সূত্রপাত হয় এবং কয়েক ঘণ্টার মধ্যে সেখানে এবং পার্শ্ববর্তী তেহামা কাউন্টির বিস্তীর্ণ এলাকা পুড়ে যায়। আগুনে ১৩৪টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দাবানলের কারণে ঘন ধূসর ধোঁয়ার একটি বিশাল কলাম তৈরি হয়েছে যা পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়ছে।
প্যারাডাইস শহর থেকে মাত্র ১৫ মাইল দূরে চিকো শহর, ২০১৮ সালের আগুনে প্যারাডাইস শহর ক্যালিফোর্নিয়ার সর্বকালের সবচেয়ে প্রাণঘাতী দাবানলে ক্ষতিগ্রস্ত হয়। সে সময় দাবানলে ৮৫ জন প্রাণ হারায়।