প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি পূর্ণবাসন ২০২৪ এর আওতায় বন্যার্তদের মাঝে আমন ধান বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে চাষীদের মাঝে এ ধান বীজ সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, সদর ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও মোস্তাফিজুর রহমান প্রমুখ। উপজেলার ১০টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার প্রান্তিক চাষীদের মাঝে ৫ কেজি করে বিনা-১১ ও বিনা-১৭ জাতের ধান বীজ দেয়া হয়।