প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৪
সারাদিন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিতে মামুলি পুঁজি দাঁড় করিয়েও শুরুর দিকে ভারতকে বেশ শক্তভাবেই চেপে ধরেছিল বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।লক্ষ্য ১১১ রানের। তবে যুক্তরাষ্ট্রের পিচে এমন রানও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ভারতকেও শুরুতে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল স্বাগতিকরা। তবে অভিজ্ঞতার জোরে সে চ্যালেঞ্জ উৎড়ে গেছে রোহিত শর্মার দল।
দেখেশুনে খেলে ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে জিতেছে ভারত। টানা তৃতীয় জয়ে শীর্ষে থেকে সুপার এইটও নিশ্চিত হয়ে গেছে তাদের। সমান ম্যাচে ২ জয়ে ‘এ’ গ্রুপে দুইয়ে আছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১২ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার এইটে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের পুঁজি দাঁড় করায় স্বাগতিকেরা। জবাব দিতে নেমে ৭ উইকেট এবং বল ১০ হাতে থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে ভারত।