প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৪
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সাধারণ সম্পাদক, ফিফোটেক এর সিইও তৌহিদ হোসেনের মা ফাতেমা হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফিফোটেকের এক্সিকিউটিভ হৃদয় সরকার রনি।
শনিবার (৮ জুন) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মরহুমা ফাতেমা হোসেন বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেনের সহধর্মিণী।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার (৯ জুন) আফতাবনগর ভূঁইয়াবাড়ি জামে মসজিদে বাদ জোহর মরহুমার প্রথম জানাজা এবং বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজার পর সেখানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে বাক্কো পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। এছাড়াও শোক প্রকাশ করেছেন তথ্য প্রযুক্তিখাতের সংশ্লিষ্টরা।