প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুন ১, ২০২৪
সারাদিন ডেস্ক
প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরই প্রকাশ্যে আসে মালাইকা-অর্জুনের সম্পর্ক। বিভিন্ন স্থানে অর্জুনের বাহুলগ্না হিসেবে দেখা যেতে থাকে মালাইকাকে। সম্পর্কের ব্যাপারে কোনো রাখঢাক করেননি তারা। করছিলেন লিভ ইন। সম্প্রতি গুঞ্জন ওঠে, সম্পর্ক ভেঙে গেছে মালাইকা-অর্জুনের।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এক সূত্রের কথায়, ‘মালাইকা ও অর্জুনের সম্পর্ক সত্যিই খুব ভালো ছিল। বিচ্ছেদ হলেও পরস্পরের প্রতি মনে বিশেষ জায়গা রাখবেন তারা। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেছেন বলেই বিচ্ছেদের বিষয় নিয়ে চুপ থাকবেন।’
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মালাইকার ম্যানেজার। বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানান, তারা একসঙ্গেই আছেন এবং সুখে আছেন। তার কথায়, ‘না, না। এসব মিথ্যা।’
তিনি আরও জানিয়েছেন, গুজব নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের সম্পর্কের প্রতি আরও বেশি মনোযোগী হতে চান মালাইকা-অর্জুন।
জানা যায়, বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের কিছুটা সময় দিয়েছিলেন তাঁরা। দূরে থেকেই বুঝতে চেয়েছিলেন সম্পর্কের গুরুত্ব। আর তাই তো সব গুঞ্জন উড়িয়ে মালাইকা জানিয়ে দিলেন তাঁর মন অর্জুনেই রয়েছে।
ছয় বছরের সম্পর্ক মালাইকা-অর্জুনের। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন। বাতাসে গুঞ্জন, শেষ পর্যন্ত দুজনের পথ দুদিকে বেঁকে গেল তাদের। তবে মালাইকার ম্যানেজার বিষয়টি উড়িয়ে দিলেও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি মালাইকা-অর্জুন।