প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লি. (বিপিসিএল) এর বাংলাদেশে একমাত্র পরিবেশক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান কেমলুব লি. প্রতিনিধিদের মধ্যে চুক্তি সাক্ষর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লি. (বিপিসিএল) সঙ্গে কেমলুব লি.এর মধ্যে ম্যাক লুব্রিকেন্টের ব্যাবসায়িক প্রবৃদ্ধি ও অন্যান্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ব্যবসায় পরিচালনায় দক্ষতা ও সুনামের বিষয়ে বিবেচনায় উক্ত আলোচনা সভায় কেমলুব লি. কে বাংলাদেশের একমাত্র বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসাবে পুনরায় নিয়োগ প্রদান করে একটি চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লি. (বিপিসিএল) এর নির্বাহী পরিচালক শুভঙ্কর সেন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কেমলুব লি. এর ব্যাবস্থাপনা পরিচালক ইশতিয়াক আবেদীন সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ভবিষ্যৎ ব্যবসায়িক উন্নয়নের বিষয়ে নিজেদের স্ব-স্ব আশাবাদ ব্যক্ত করেন।